black blue and yellow textile

এনএসকেকে টার্মস এন্ড কন্ডিশন্‌স

'না শিখলে কেমনে কী?' (NSKK) -এর ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম, কোর্স, পণ্য কিংবা সেবা ব্যবহার বা প্রবেশ করার মাধ্যমে, আপনি এই শর্তাবলী ও নীতিমালা মানতে সম্মত হচ্ছেন। এই শর্তাবলী NSKK-এর সকল ব্যবহারকারী, দর্শক, গ্রাহক ও যেকোনোভাবে যুক্ত ব্যক্তির জন্য প্রযোজ্য।  দয়া করে সেবা ব্যবহারের পূর্বে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

১. সাধারণ বিধান
  • NSKK শিক্ষামূলক উপকরণ, কোর্স, ডিজিটাল কনটেন্ট ও সংশ্লিষ্ট সেবা প্রদান করে, যা শিক্ষার মান উন্নয়ন ও জ্ঞান বিস্তারের লক্ষ্যে প্রণীত।

  • সেবা ব্যবহারের মাধ্যমে আপনি ঘোষণা করছেন যে আপনি আইনত চুক্তি সম্পাদনের জন্য সক্ষম এবং আপনার অ্যাকাউন্ট অথবা NSKK-এর সাথে আপনার কার্যকলাপ থেকে উদ্ভূত সকল দায়ভার আপনার নিজের।

  • NSKK পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সেবা, ফিচার বা কনটেন্ট সংশোধন, স্থগিত অথবা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

২. অ্যাকাউন্ট নিবন্ধন ও নিরাপত্তা
  • নির্দিষ্ট সেবা বা পণ্য ক্রয়ের জন্য ব্যবহারকারীকে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হতে পারে।

  • নিবন্ধনের সময় ব্যবহারকারীর সঠিক, পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য প্রদান বাধ্যতামূলক।

  • ব্যবহারকারীর অ্যাকাউন্ট তথ্যের গোপনীয়তা বজায় রাখার দায়িত্ব ব্যবহারকারীর নিজস্ব।

  • প্রতারণা, অপব্যবহার বা শর্তাবলী লঙ্ঘনের সন্দেহ দেখা দিলে NSKK অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।

৩. অর্ডার, পেমেন্ট ও মূল্যনীতি
  • সকল অর্ডার NSKK-এর অনুমোদন এবং পণ্য/সেবার প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

  • NSKK পূর্বঘোষণা ছাড়াই মূল্য ও ফি পরিবর্তন করার অধিকার রাখে।

  • পেমেন্ট কেবলমাত্র NSKK ওয়েবসাইটে উল্লেখিত পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে হবে। তৃতীয় পক্ষের পেমেন্ট প্রসেসরের কারণে সৃষ্ট ত্রুটি, বিলম্ব বা সমস্যার জন্য NSKK দায়ী নয়।

  • প্রতারণা বা শর্ত ভঙ্গের কারণে NSKK যে কোনো অর্ডার প্রত্যাখ্যান বা বাতিল করতে পারে।

৪. পণ্যের তথ্য ও ব্যবহার
  • NSKK যথাসাধ্য সঠিক বিবরণ, ছবি ও স্পেসিফিকেশন প্রদান করে।

  • পণ্যের বাহ্যিক রূপ, নকশা, প্যাকেজিং বা কনটেন্টে সামান্য ভিন্নতা থাকতে পারে, যা ত্রুটি হিসেবে গণ্য হবে না।

  • গ্রাহকের দায়িত্ব ক্রয়ের পূর্বে পণ্য বা সেবার তথ্য যাচাই করা, তা তাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।

৫. মেধাস্বত্ব
  • ওয়েবসাইটের কনটেন্ট, লোগো, কোর্স উপকরণ, নকশা এবং সংশ্লিষ্ট সকল মেধাস্বত্ব NSKK-এর একক সম্পত্তি, যা কপিরাইট ও প্রযোজ্য আইন দ্বারা সুরক্ষিত।

  • পূর্ব লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, বিতরণ, পরিবর্তন বা ব্যবহার করা নিষিদ্ধ।

  • অনুমতিহীন ব্যবহার আইনি পদক্ষেপের আওতায় আনা হবে।

৬. ব্যবহারকারীর আচরণ ও নিষিদ্ধ কার্যক্রম

NSKK-এর সেবা অবৈধ উদ্দেশ্যে বা অন্যের অধিকার ক্ষুণ্ন করার কাজে ব্যবহার করা যাবে না।
নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত:

  • সিস্টেমে হ্যাকিং বা অনুমতিহীন প্রবেশ

  • ক্ষতিকর সফটওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার প্রেরণ

  • স্প্যামিং বা সেবার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি

শর্ত লঙ্ঘন করলে NSKK ব্যবহারকারীর প্রবেশাধিকার সীমিত, স্থগিত বা বাতিল করতে পারে।

৭. দায়-সীমা
  • NSKK কোনো প্রকার পরোক্ষ, আকস্মিক বা ফলশ্রুতিমূলক ক্ষতির জন্য দায়ী থাকবে না, যা তাদের পণ্য, সেবা বা ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে হতে পারে।

  • NSKK-এর দায়ভার সর্বোচ্চ সীমিত থাকবে ক্রয়কৃত পণ্য বা সেবার মূল্যের মধ্যে।

  • নিরবচ্ছিন্ন, ত্রুটিমুক্ত সেবা বা শতভাগ সঠিক কনটেন্ট প্রদানের নিশ্চয়তা NSKK দেয় না।

৮. বিরোধ নিষ্পত্তি ও আইনগত কর্তৃত্ব
  • এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

  • যেকোনো বিরোধ কেবল বাংলাদেশের আদালতের এখতিয়ারাধীন থাকবে।

  • আইনি প্রক্রিয়া শুরু করার আগে NSKK গ্রাহক সহায়তার মাধ্যমে সমাধানের চেষ্টা করার পরামর্শ প্রদান করে।

৯. শর্তাবলীর সংশোধন
  • NSKK পূর্বঘোষণা ছাড়াই যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করতে পারে।

  • ব্যবহারকারীর দায়িত্ব শর্তাবলী নিয়মিতভাবে পর্যালোচনা করা।

  • শর্তাবলী পরিবর্তনের পরও সেবা ব্যবহার অব্যাহত রাখলে, তা পরিবর্তিত শর্তাবলী গ্রহণ বলে গণ্য হবে।

১০. অন্যান্য বিধান
  • NSKK পূর্বঘোষণা ছাড়াই নতুন ফিচার, পণ্য বা সেবা চালু করতে পারে।

  • NSKK প্রদত্ত নির্দেশিকা, পরামর্শ বা সুপারিশ কেবল পরামর্শমূলক; তা অনুসরণ করা সম্পূর্ণ ব্যবহারকারীর দায়িত্ব।

  • তৃতীয় পক্ষের সেবা বা ওয়েবসাইট লিঙ্ক থেকে সৃষ্ট সমস্যার দায় NSKK নেবে না।

  • কোনো পরিস্থিতিতে NSKK কোনো অধিকার প্রয়োগ না করলে, ভবিষ্যতে সেই অধিকার প্রয়োগের ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে।

NSKK Terms & Conditions

By accessing or using NSKK’s website, digital platforms, courses, products, or services, you agree to comply with these Terms & Conditions. These terms apply to all users, visitors, customers, and individuals interacting with NSKK in any form. Please read these terms carefully before using NSKK services.

1. General
  • NSKK provides educational materials, courses, digital content, and related services aimed at enhancing learning experiences.

  • By using NSKK services, you confirm that you are legally competent to enter into agreements and are responsible for all actions taken via your account or interactions with NSKK.

  • NSKK reserves the right to modify, suspend, or discontinue any service, feature, or content at its discretion without prior notice.

2. Account Registration & Security
  • Certain services or purchases may require account registration.

  • Users must provide accurate, complete, and up-to-date information during registration.

  • You are responsible for maintaining the confidentiality of your account credentials.

  • NSKK reserves the right to suspend or terminate accounts for suspected fraudulent activity, misuse, or violation of these Terms.

3. Orders, Payments & Pricing
  • All orders are subject to product or service availability and NSKK’s approval.

  • Prices and fees may change without prior notice.

  • Payments must be completed through the methods provided on NSKK’s website. NSKK is not responsible for errors, delays, or issues caused by third-party payment processors.

  • NSKK may refuse or cancel orders for any reason, including suspected fraud or violation of these Terms.

4. Product Information & Usage
  • NSKK strives to provide accurate descriptions, images, and specifications for all products and services.

  • Minor variations in appearance, design, packaging, or content may occur and are not considered defects.

  • Customers are responsible for reviewing product and service information prior to purchase to ensure suitability for their intended use.

5. Intellectual Property
  • All website content, logos, course materials, designs, and related intellectual property belong to NSKK and are protected by copyright and intellectual property laws.

  • Users may not copy, reproduce, distribute, modify, or use NSKK content without prior written consent.

  • Unauthorized use may result in legal action.

6. User Conduct & Prohibited Activities
  • Users must not use NSKK services for unlawful purposes or activities that infringe on NSKK’s or others’ rights.

  • Prohibited activities include:

    • Hacking or unauthorized access to systems

    • Transmitting malware or harmful content

    • Spamming or disrupting NSKK services

  • NSKK reserves the right to restrict, suspend, or terminate access for any violation of these Terms.

7. Limitation of Liability
  • NSKK is not responsible for indirect, incidental, or consequential damages arising from the use of its products, services, or website.

  • NSKK’s maximum liability is limited to the purchase price of the affected product or service.

  • NSKK does not guarantee uninterrupted, error-free access or complete accuracy of all content.

8. Dispute Resolution & Governing Law
  • These Terms are governed by the laws of Bangladesh.

  • Any disputes will be resolved under the jurisdiction of Bangladeshi courts.

  • NSKK encourages users to attempt resolution via customer support before pursuing legal action.

9. Changes to Terms & Conditions
  • NSKK may revise, update, or modify these Terms at any time without prior notice.

  • Users are responsible for regularly reviewing the Terms.

  • Continued use of NSKK services constitutes acceptance of any modifications.

10. Miscellaneous
  • NSKK may introduce new features, products, or services without prior notice.

  • Guidelines, instructions, or recommendations provided by NSKK are advisory, and adherence is the responsibility of the user.

  • NSKK is not liable for issues arising from third-party services or links on its website.

  • Any waiver of rights by NSKK in one instance does not constitute a waiver of rights in future situations.