এনএসকেকে এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা

এনএসকেকে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১, ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১০, ১২, ১৫, ১৭ - এই এগারোটিতে প্রত্যক্ষভাবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৭, ১১, ১৩, ১৪, ১৬ - এই ছয়টিতে পরোক্ষভাবে জড়িত আমাদের এই প্রতিষ্ঠান। এছাড়া আমাদের মোট লাভের মোট ৩% ব্যয় হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১ (১%), ২ (১%) এবং ৬ (১%) অর্জনে।

১১

পরোক্ষ ভূমিকা

প্রত্যক্ষ ভূমিকা

লাভের সরাসরি অনুদান

black and white bed linen

প্রত্যক্ষ ভূমিকা

** ১১টি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে এনএসকেকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত যার ৩টিতে ১% হারে মোট লাভের ৩% সরাসরি ব্যয় করা হয় **

black and white bed linen

পরোক্ষ ভূমিকা

* ৬টি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে
এনএসকেকে পরোক্ষভাবে সম্পৃক্ত *

https://www.un.org/sustainabledevelopment

The content of this publication has not been approved by the United Nations and does not reflect the views of the United Nations or its officials or Member States.